শিবগঞ্জে বাল্যবিবাহ ও মাদক বিরোধী সভা


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মাস্টার পাড়ায় বাল্যবিবাহও মাদক বিরোধী সভা হয়েছে। ‘মাদকমুক্ত সমাজ বিনির্মাণ-আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রিডম স্কুল এন্ড কলেজের আয়োজনে বুধবার বিকালে এই সভা হয়।
ফ্রিডম স্কুল এন্ড কলেজের সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন  কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ফ্রিডম স্কুল এন্ড কলেজের অধ্য সবজি আহমেদ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ বিষয়ে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয় সভায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৯ নভেম্বর, ২০২২