চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাকিব (১৬) নামে একজন নিহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার বালিয়াডাঙ্গার গোরস্থান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল ওই ইউনিয়নেরই বালুগ্রাম এলাকার আনসারু ইসলামের ছেলে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান জানান, বিকালে শাকিবসহ তিনজন মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে বাড়ীর ফিরছিলো। পথিমধ্যে ভাটোপাড়া মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে শাকিব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের তিনজনকে উদ্ধার করে জেলা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শাকিবের মৃত্যু হয়।
ওসি আরও  জানান, আইনানুগ ব্যবস্থা নিয়ে শাকিবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৯ নভেম্বর, ২০২২