চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২টি চাকুসহ ৪ জনকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি আটককৃতরা কিশোর গ্যাং’র সদস্য। আটককৃতরা হলো,শিবগঞ্জের নয়ালাভাঙ্গা গ্রামের সাবজান আলীর ছেলে সুমন আলী (২৩) একই এলাকার আব্দুর রহমানের ছেলে শামিম (২২), আলমের ছেলে হানিফ (২০) ও মিয়ার উদ্দিনের ছেলে রহমত আলী (১৯)।
শুকবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ২নং নয়ালাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পরিত্যাক্ত পাকাঁ টিনশেড (ছাপড়া) ঘরের ভিতর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে নয়ালাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক মোঃ মুকুল (৫০) এর পরিত্যাক্ত পাকাঁ টিনশেড (ছাপড়া) ঘরের ভিতর অভিযান চালায়। এ সময় ২টি চাক, গ্যাস লাইটার, কলকি, ৩ গ্রাম গাঁজা ও কশোর গ্যাং লিডারসহ ৪ জন সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, বর্তমান সময়ে উঠতি বয়সী ছেলেরা বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে। এছাড়াও তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের র্যাবের কাছে অভিযোগ আসলে, তদন্তের প্রেক্ষিতে অভিযুক্তদের আইনের আওতায় আনছে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ নভেম্বর, ২০২২
শিবগঞ্জে ২টি চাকুসহ ৪ জন আটক