দুর্লভপুর ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শেষ চলছে গণনা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ১৭টি ভোট কেন্দ্রের ইভিএমে ৩৯ হাজার ৯৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান জানান, ভোট গ্রহণ শান্ত ও সুষ্ঠু ভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৮ জন ও সংরতি আসনের সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২ নভেম্বর, ২০২২