চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজার এলাকা থেকে শুক্রবার জুয়া খেলার অপরাধে ৮ জুয়ারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলো- তাইফুর রহমান ওরফে কালু (৫৬), আশিকুজ্জামান ওরফে আশিক (২৬), আবুল কালাম আজাদ (৫৪), লোকমান হোসেন (৩৫), বেলাল হোসেন (২৫), বাদশা হারুন (৩০), আকাশ (২২), ও হাসান আলী (৪৩)। তাদের সবার বাড়ি আমনুরার বিভিন্ন গ্রামে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, , চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজার সংলগ্ন একটি করে ভিতরে অভিযান চালিয়ে ৮ জুয়ারিকে আটক করা হয়। এ সময় ৪ সেট পুরাতন প্লেয়িং কার্ড ও জুয়া খেলার নগদ ৩৪ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ নভেম্বর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার অপরাধে ৮জন আটক