চাঁপাইনবাবগঞ্জে ৮ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৮ হাজার ১'শ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা হলরুমে ১শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে বিতরণী সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, কৃষক মনিরুল ইসলামসহ অন্যরা।
সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিবৃন্দ।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রথম দিনে ১শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরো ৮ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ নভেম্বর, ২০২২