চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৯জনকে আটক করেছে র্যাব। আটককৃরা হলো আব্দুর রাকিব (৩৫), সোহাগ আলী (২৬), ভাসানী (২৬), গোপালা চন্দ্র সাহা (৩৫), মেহেদী হাসান (২১), হিমেল (২০), মিন্টু (৪৫), সবুর আলী (৫০), শামিম আহমেদ (৪২)।
আটককৃতদের মধ্যে একজন শিবগঞ্জে বাকিরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপরধুমি হায়াতপুর তালতলা মোড়ের একটি আম বাগানে ও শহরের রেলস্টেশন সংলগ্ন ঢাকা বাস স্ট্যান্ডের এমবি ট্রাভেল্স এর পিছনে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পৃথক দুটি অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, গ্যাস লাইট, কাগজের পাইপ জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ অক্টোবর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৯ জন আটক