গোমস্তাপুরে নিখোঁজের দুদিন পর লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের ২ দিন পর হোসাইন নামের (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চৌডালায় মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় তার উদ্ধার করা হয়।
মৃত হোসাইন প্রদাসপুর এলাকার হামিদপাড়া মহল্লার আব্দুল আলিমের ছেলে ও স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সে কিশোর গত ২৬ অক্টোবর পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন; ‘পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে সাঁতার না জানার কারণে ডুবে নিখোঁজ হয় ওই কিশোর ।নিখোঁজের দুই দিন পর স্থানীয়রা মহানন্দা নদীতে ওই শিশুর লাশকে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়।পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ অক্টোবর ২০২২