চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জন ভর্তি রয়েছেন। তাদেরকে আলাদা ভাবে ডেঙ্গু ওয়ার্ডে রাখা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ জন জেলা সদরের ও ১ জন গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। তাদের অধিকাংশ লোকই সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন।
রোবাবার রাতে জেলা সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ এই সব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মাহমুদ বলেন; ‘ জেলায় পহেলা জুলাই থেকে ডেঙ্গু রোগের পর্যবেক্ষণ করা হয়। এখন পর্যন্ত ২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সুস্থ্য হয়েছেন মোট ১৭ জন। বাকি ৮ জন রোগী চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ বলেন; ‘ প্রায় মাস খানেক আগে ডেঙ্গু রোগী জেলায় প্রথম শনাক্ত হয়। তারপরে ৫ শয্যা বিশিষ্ট ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়। ধীরে ধীরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় আরও পাঁচটি শয্যা বাড়িয়ে মোট ১০ শয্যায় পরিণত করা হয় ওই ওয়ার্ডটি। ’
তিনি আরও বলেন; ‘হাসপাতালে এখন ৮ জন রোগী ভর্তি আছেন। তাদেরকে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ অক্টোবর, ২০২২