শিবগঞ্জ সীমান্তে নীলগাই উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে ‘বিলুপ্তপ্রায় প্রাণী’ একটি নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা নীলগাইটি বিজিবির কাছে হস্তান্তর করে। নীলগাইটি দেখতে উৎসুক জনতার ভিড় করে।
স্থানীয়রা বাসিন্দারা জানান, দুপুরে এলাকার লোকজন একটি নীলগাইকে দলছুট অবস্থায় ঘুরে বেড়াতে দেখে আটক করে লোকজন। পরে তারা প্রাণীটিকে ধরে বেঁধে রাখেন। ধারণা করা হচ্ছে, নীলগাইটি ভারত থেকে দলছুট হয়ে বাংলাদেশের সীমান্তে চলে আসে।
দাইপুকুরিয়া ইউনয়নের চেয়ারম্যান আলমগীর রেজা বলেন, ‘নীলগাইটি ভারত থেকে দলছুট হয়ে এখানে চলে এসেছে। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রাণী সম্পদ কর্মকর্তা, পুলিশ ও বিজিবিকে জানিয়েছি।’
শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ চন্দ্র সিংহ বলেন, ‘এই বিষয়টি দেখভাল করা বন বিভাগের কাজ। এখানে প্রাণী সম্পদের কোন কাজ নাই।’
শিবগঞ্জের ইউএনও আবুল হায়াত বলেন, ‘ঘটনাটি বন বিভাগকে জানানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসবে বলে আমাদের জানিয়েছেন।’
এদিকে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা বলেন; ‘আমাদের কাছে স্থানীয়রা নীলগাইটি হস্তান্তর করেছে। আমরা প্রাণীটির চিকিৎসা দিচ্ছি। গাইটি সুস্থ্য হলে পরে উচ্চ পদস্থ কর্মকর্তারা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।’

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ অক্টোবর, ২০২২