সাংবাদিক ফয়সালের বাবা মারা গেছেন
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন'র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদের বাবা নাইমুল হক মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে তার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
নাইমুল হক দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, হ্নদরোগ ও কিনডি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে নাইমুল হক স্ত্রী, দুই ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ দিনই বেলা ১১টায় বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের কেন্দ্রীয় গোরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে আলহাজ্ব নাইমুল হক এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব। এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক ও সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দীন সাংবাদিক ফয়সাল মাহমুদের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ নিউজ পরিবার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬ অক্টোবর, ২০২২