চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন খেলোয়াড় পেল অনুদান


চাঁপাইনবাবগঞ্জের অসচ্ছল খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের ৮ লাখ ৮ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই আর্থিক অনুদানের চেক প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম,  নেজারত ডেপুটি কালেক্টর তৌফিক আজিজ, সহকারী কমিশনার মিঠুন মৈত্র, সহকারী কমিশনার  জুবায়ের জাহাঙ্গীর, সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ক্রীড়া অফিসের প্রধানসহকারী জহরুল হক জনি ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে প্রদান করা অনুদানের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ হওয়া ৮০ জন দুঃস্থ খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের ৫ হাজার টাকা করে ৪ লাখ টাকা এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দ হওয়া ১৭ জন ক্রীড়া সংগঠককে ২৪ হাজার টাকা করে ৪ লাখ ৮ হাজার টাকা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ অক্টোবর, ২০২২