চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন


অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়নসহ ৭ দফা দাবি ও গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অনশন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। কর্মসুচিতে সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ।
কর্মসুচিতে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেয়। এসময় বক্তারা, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়নসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ অক্টোবর, ২০২২