চাঁপাইনবাবগঞ্জে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ৩২ হাজার শিশুকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীনভিউ স্কুলে ভ্যাকসিনেশন কার্যক্রম পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান। এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, এনডিসি মোঃ তৌফিক আজিজ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া এই কার্যক্রমের আওতায় ইতোমধ্যে ৩২ হাজার শিশুকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। কর্মসুচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ২ লাখ ৮২ হাজার ৩৩২ শিশুকে করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ অক্টোবর, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ৩২ হাজার শিশুকে ভ্যাকসিন প্রদান