চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত নির্বাহী অফিসার রওশন আলী।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে সদর উপজেলার ৫৪২ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ পত্র বিতরণ করা হয়। এরমধ্যে জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ২৭৬ জন ও মারা গেছেন ২৬৬ জন বীর মুক্তিযোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধাদের সনদপত্র বিতরণ শেষে নবাগত ইউএনও রওশন আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সদর উপজেলায় মাদক, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন রুখতে সাংবাদিকের কাছে একান্ত সহযোগিতা চান নবাগত রওশন আলী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭ অক্টোবর, ২০২২