চাঁপানবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল হত্যার ঘটনায় দুই জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জের পলাশবাড়ি এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে লালচাঁন (৩০) ও চাকলা ডুবলিপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে রুবেল (২৬)।
সোমবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে ডাকাতির সাথে জড়িত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি বাবুল উদ্দিন সরদার জানান, ‘গোমস্তাপুরে ছুরিকাঘাতে একজনের মৃত্যুর ঘটনায় দুই জনকে ঢাকার আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এই দুজন আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করে নিয়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলখানা প্রেরণ করা হয়েছে’ । এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে গোস্তামপুর থানায় মামলা করেন।
প্রসঙ্গত: ৫ অক্টোবর (বুধবার) ভোরে জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারের কৈচ্চাগাড়ি এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জুয়েল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত জুয়েল শিবগঞ্জ উপজেলার ধুবানিনগর এলাকার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ অক্টোবর, ২০২২
গোমস্তাপুরে ডাকাতের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঢাকা থেকে ২জন গ্রেফতার