চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬ নেতা-কর্মী হত্যার প্রতিবাদে শোক র‌্যালী


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে শোক র‌্যালী করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেলে শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের মহানন্দা মোড় প্রর্যন্ত প্রদক্ষিন করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
সংপ্তি সমাবেশে বক্তব্যে রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপু, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য আব্দুল গণি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, বিএনপি নেতা মবিনুর রহমান মিয়া, ইয়াজদানী জজ, ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন।
সভায় সরকারের কঠোর সমালোচনা করে ভোলা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, যশোরে বিএনপির ৬ নেতার হত্যার প্রতিবাদ জানান।
বিএনপির এই শোক র‌্যালীকে ঘিরে সমাবেশ এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ অক্টোবর, ২০২২