চাঁপাইনবাবগঞ্জে অটোর ধাক্কায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত একটি অটোর ধাক্কায় তেজামুল (৬২) নামে এক বাক প্রতিবন্ধী বৃদ্ধের নিহত হয়েছে।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগরের দাঁতালটোলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তেজামুল একই এলাকা মৃত জিল্লুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, সকালে রাস্তা পারাপারের সময় মালামাল ভর্তি ব্যাটারি চালিত একটি অটো তেজামুলকে ধাক্কা দেয়। এতে তার শরীরে আঘাত লেগে ঘটনা স্থলেই মারা যায়।
ওসি আরো জানান, এ ঘটনায় চালক মোহাম্মদ শাহিনকে (৩০) অটোসহ আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ সেপ্টেম্বর, ২০২২