চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৬ জন আটক


চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক পৃথক তিনটি অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৬ জনকে আটক করেছে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া এবং গোমস্তাপুরের চৌডালায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  
আটকৃতরা হলেন, রাজশাহীর মতিহার থানার খড়খড়ির ভাটাপাড়া এলাকার বাদশার ছেলে বাবলু (২৪), গোদাগাড়ীর মাদারপুর গ্রামরে মনিরুল ইসলামের ছেলে কামরুল হাসান রিয়ন (১৯), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই’র নুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩৮), সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মৃত জাকির আলী’র ছেলে আলী হোসেন (২৪)। তাদের সাথে আরও দুজন শিশু রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি বাবুল উদ্দিন সরদার জানান; রাতে গোমস্তাপুরের চৌডালা ব্রীজের পাশ থেকে ১টি  ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলিসহ বাবলু নামে একজনকে আটক করা হয়। অন্যদিকে বিশ্বরোড মোড় থেকে ৫০ গ্রাম হেরোইনসহ কামরুল হাসান রিয়নসহ আরও দুজন শিশু, সদরের বড়পুকুরিয়া গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ আলী হোসেন ও তৌহিদুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ও গোমস্তপুর থানায় পৃথক মামলা করা হয়ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ সেপ্টেম্বর, ২০২২