শিবগঞ্জে ৩৩টি ককটেল সদৃশ্য বোমসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩টি ককটেল সদৃশ্য বোমসহ সিরাজুল ইসলাম সজিব (৩৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব। সিরাজুল চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুন হুজরাপুরে জামাল উদ্দিনের ছেলে।
বুধবার রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বাটা গ্রামস্থ কানসাট টু ভোলাহাট রোডের দনি পাশে কলমুগাড়া বিল বাথান ঘর এলাকা থেকে ককটেল সদৃশ্য বোমাগুলো উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, জব্দকৃত ককটেল সদৃশ্য বোম গুলো অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে সিরাজুল ।
চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে বাটা গ্রামস্থ কানসাট টু ভোলাহাট রোডের দনি পাশে কলমুগাড়া বিল বাথান ঘর এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৩ টি ককটেল সদৃশ্য বোমাসহ সিরাজুলকে আটক  করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৮ সেপ্টেম্বর, ২০২২