শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে স্ত্রী রিনা বেগম (৩০) কে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক স্বামী মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।  সোমবার সকালে কমলাকান্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে থেকেই মনিরুল ও তাঁর স্ত্রী রিনা বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ চলছিল। এনিয়ে রবিবার বিকেল ৫ টার দিকে তাঁদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বোটি দিয়ে রিনার পেটে ও মাথায় আঘাত করেন মনিরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ার রফিক প্রাথমিক চিকিৎসা শেষে রিনার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার পথে রিনা মারা যায়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান,এ ঘটনায় নিহতর রিনা’র ভাই বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। পরে সকালে রিনার স্বামী মনিরুলকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬ সেপ্টেম্বর, ২০২২