চাঁপাইনবাবগঞ্জে ২টি অস্ত্রসহ এক যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা সেতু এলাকা থেকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ২টি অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেশপুর গ্রামের মোহাম্মদ আকালু’র ছেলে আল আমীন (৩০)।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মহানন্দা ব্রীজ সংলগ্ন টোল প্লাজার দক্ষিণ পাশের সড়কে অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দু’টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আল আমীনকে হাতেনাতে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমীন স্বীকার করেছে, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেছেছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ আগস্ট, ২০২২