চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে করে পদ্মা পাড়ের বাসিন্দারা নিরাপদ দুরত্বে বাড়ির আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন।
স্থানীয়রা জানায়; চরাঞ্চলের ৫০-৬০ হাজার মানুষ, গবাদিপশু, ফসলিজমিসহ, শিা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনাসহ প্রধানমন্ত্রীর সদিচ্ছায় তিনশ কোটি টাকা ব্যয়ে সাবমেরিন বিদ্যুৎ সংযোগ হুমকিতে রয়েছে।
এদিকে শনিবার সকালে জেলার নারায়নপুর ও পাঁকা ইউনিয়নে ভাঙন কবলিত প্রায় ৬ কিলো মিটার এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। পরে পাঁকা নারায়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভাঙন কবলিত এলাকার মানুষের সাথেও মতবিনিময় করেন তিনি।
ওই সব এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) জুবায়ের হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজির হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিঠুন মৈত্রসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন; জেলা প্রশাসক মহোদয় ভাঙন পরিদর্শনকালে সংশ্লিষ্ট সচিব মহোদয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। ভাঙন রোধে বাঁধ নির্মনে কথা বলেছেন। বর্তমানে শিবগঞ্জের মনোহরপুর ও রঘুনাথপুর এলাকায় পদ্মা নদীর পূর্ব পাড়ের ভাঙন প্রতিরোধে প্রায় ৬ মিটারজুড়ে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ আগস্ট, ২০২২