চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের প্রয়াত সদস্য, ইমতিয়ার ফেরদৌস সুইটের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবে, সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন, প্রেসকাবের সাধারন সম্পাদক কামাল উদ্দীন, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন দিলু, মাহবুবুল আলম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক আজমাল হোসেন মামুন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সদস্য আব্দুর রব নাহিদ, জহরুল ইসলাম, আসাদুল্লাহ আহমেদ। প্রয়াত ইমতিয়ার ফেরদৌস সুইটের পরিবার সদস্যদের পে স্মৃতিচারণ করেন, সুইটের ছোট ভাই ইমতিয়াজ মাসরুক কুইক।
সবার কথায় উঠে আসে, সাংবাদিক সুইটের কর্মময় জীবনের বিভিন্ন দিক, সুইট প্রতিশ্রুতিশীল ও সাহসী সাংবাদিক ছিলেন বলেও উল্লেখ করেন তারা। বলেন এ সময়ে সাহসী সাংবাদিকের বড়ই অভাব, সুইট ছিলেন সাহসী ও প্রতিশ্রুতিশীল একজন সাংবাদিক।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসকাবের সদস্য আজিজুর রহমান শিশির, কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি আবুল হায়াত শাহিন।
শেষে ইমতিয়ার ফেরদৌস সুইটের আত্নার শান্তি কামনায় মোনাজাত করেন জিয়ানগর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ অখিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ আগস্ট, ২০২২
প্রতিশ্রুতিশীল সাংবাদিক ছিলেন সুইট