চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে এক
রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে
বেলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রংমিস্ত্রির
নাম ওবায়দুল (২৮)। তিনি শিবগঞ্জ
উপজেলার পারকালুপুর গ্রামের ফজলে রাব্বি ভিকুর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের বেলডাঙ্গা গ্রামের জামেমসজিদের দেয়ালে রঙের কাজ চলছিল। সেখানে ওবায়দুল
শ্রমিক হিসেবে দেয়াল রঙ করার কাজ করছিলেন। একপর্যায়ে মসজিদের
দেয়ালের কার্নিসে রঙ করার সময় সেখান
দিয়ে টানানো বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত
হয়ে তিনি নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা
তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই)
আহম্মেদ আলী সরদার বলেন, মৃত ওবায়দুলের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের লোকজন এসেছে। আইনগত প্রক্রিয়া
শেষে পরিবারের কাছে মরদেহ দেয়া হবে।