শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ


৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রূপান্তর না করার দাবিতে  মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীরা।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইনস্টিটিউট থেকে বের হয়ে বারঘরিয়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ইনস্টিটিউটের শিক্ষার্থী আতিকুল ইসলাম আতিক, রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম, আসিফ আরাফাত।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১২ আগস্ট পলিটেকনিক শিক্ষক সমিতির সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রূপান্তর করা হবে বলে উল্লেখ করেন। বক্তারা শিক্ষামন্ত্রীর মন্তব্যে সমালোচনা করে ডিপ্লোমা শিক্ষা কোর্সকে ৪ বছর মেয়াদে বহাল রাখার দাবি জানান। তারা দাবি করেন, শিক্ষামন্ত্রী মন্তব্য প্রত্যাহার না করা হলে কর্মসুচি অব্যহত থাকবে।
বিক্ষোভ কর্মসুচিতে পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ আগস্ট, ২০২২