জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাগণকে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন ও এ্যাড. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সালসহ জেলার বিভিন্ন স্থানের বীর মুক্তিযোদ্ধাগণ।
শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ আগস্ট, ২০২২
জাতীয় শোক দিবসে বীর মুক্তিযোদ্ধাগণকে নিয়ে আলোচনা সভা