চাঁপাইনবাবগঞ্জে জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রতিবাদে বিএনপির বিক্ষোভ


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন; ‘আমরা এমন সময়ে সমাবেশের আয়োজন করেছি, এ সময় বাংলাদেশ কঠিন সময়ের মধ্যে আছে। বাংলাদেশ কে নিয়ে কঠিন চক্রান্ত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এ ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে ভোট চুরি করে ক্ষমতা দখল করে আছে। আমরা এমন বাংলাদেশ চাইনি।’
সোমবার বিকালে সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে জ্বালানী তেল, গণপরিবহনের ভাড়াসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভোলায় দু’ নেতার নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ এ কথা বলেন। এ সমাবেশের আযোজন করেন জাতীয়বাদী দল বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ।
এমপি হারুন আরও বলেছেন; ‘রানিহাটির ইউনিয়নের চেয়ারম্যান রহমতের ভাতিজাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি এমপির শপথ নেওয়ার পর আমার নির্বাচনি এলাকায় আরও একজনকে খুন করা হয়েছে। আর ১৫ আগষ্টে শোক দিবস পালন করছেন। আপনার পিতার হত্যাকারিদের বিচার করছেন। যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ১০-১৫ বছর ধরে ক্ষমতা দখল করে বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন এর বিচার কী হবে না। আমরা এসবের বিচার করবো।’
জেলা কৃষকদলের আহবায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও সংসদ সদস্য আমিনুল ইসলাম, বিএনপি নেতা শামসুল হক, নজরুল ইসলাম, আব্দুল বারেক, তাসেম আলী, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক রহমান, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, ছাত্রদল নেতা মিম ফজলে আজিম প্রমুখ।
সমাবেশে পুলিশকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এমপি হারুন।
এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, নাচোল উপজেলায় বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একাংশের উদ্যোগে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় নাচোল রেল স্টেশন বাজারে নাচোল উপজেলা বিএনপির আহবায়ক এম মজিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু ও মাওলানা আব্দুল মতিন ।
সঞ্চালনায় ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।
ভোলাহাট : ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে বিােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুরাতন বাসস্ট্যান্ডের বিএনপি আহ্বায়ক কমিটির একাংশের কার্যালয়ে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াজদানী জর্জ, সদস্য সচিব আব্দুল কাদের, সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুননজ অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ আগস্ট, ২০২২