চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ জনের নমুনার র্যাপিড অ্যান্টিজেন পরীায় ২ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। নতুন শনাক্ত ২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
সোমবার স্থানীয় স্বাস্থ্যবিভাগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরো জানানো হয়, করোনার শুরু থেকে গত ৩১ জুলাই পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪২ হাজার ৭২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের নমুনা পরীায় করোনার সংক্রমণ ধরা পড়ে ৬ হাজার ৮২০ জনের। তাদের মধ্যে সুস্থ হন ৬ হাজার ৬১৮ জন, নেগেটিভ ফল এসেছে ৩৫ হাজার ৬৪০ জনের এবং মারা গেছেন ১৬৪ জন। মারা যাওয়াদের মধ্যে সদর উপজেলার ১০৮ জন, শিবগঞ্জে ৩৩ জন, গোমস্তাপুরে ১২, নাচোলে ৬ জন এবং ভোলাহাট উপজেলার ৫ জন রয়েছে।
বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ৩২ জন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি আছেন ৪ জন এবং ছাড়পত্র দেয়া হয় ৩ জনকে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১ আগস্ট, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২ জনের করোনা শনাক্ত