বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ


বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে রবিবার বিকালে শহরের জেলা আদর্শ স্কুলের পাশে এই বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শামসুজ্জোহা খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড.রফিকুল ইসলাম টিপু ও সদস্য সচিব রফিকুল ইসলাম , বিএনবি নেতা এনায়েত করিম তোকি, আবু তাহের খোকন, এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, বাইরুল ইসলাম, ইয়াজদানী জর্জ, সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান ও সদস্য সচিব মোল্লা হাসান শরীফ সনি, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন।
সমাবেশে বক্তারা সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারনে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে উল্লেখ করে সরকারের পদত্যাগ দাবি করে নিরপে সরকারের অধিনে নির্বাচন দাবি করেন।
বিএনপির এই সমাবেশকে ঘিরে সমাবেশ এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ জুলাই, ২০২২