মহানন্দা নদীতে নিখোঁজের ১৯ ঘন্টার পর আরেক শিশুর মরদেহ উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ থাকা সুমন (১১) নামে এক শিশুকে প্রায় ১৯ ঘন্টা পর মঙ্গলবার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এর আগে সোমবার বিকালে শিমুল (১০) নামের আরো এক শিশুর মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাইয়াপাড়া  ঘাটে এই ঘটনা ঘটে।
মৃতু শিমুল ইসলামপুর ইউনিয়নের লাল মোহাম্মদদ হাজির টোলা গ্রামের জেনারুল ইসলামের ছেলে ও সুমন একই গ্রামের শরিফুল ইসলামমের ছেলে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গত সোমবার দুপুরে সুমন ও শিমুল বাড়ি থেকে বের হয়ে বাইয়াপাড়া  ঘাটে গোসল করতে নেমে দু’জনই নিখোঁজ হয়। দীর্ঘণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে সাড়ে ৫টার দিকে নদী থেকে শিমুলের মরদেহ উদ্ধার করে। এ সময় নিখোঁজ ছিলো সুমন।
পরে আলোর স্বল্পতা ও নদীতে প্রচুর স্রোতের কারণে সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে সকাল সাড়ে ৮ টার দিকে সুমনের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু' টি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬ আগস্ট, ২০২২