জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রতিযোগিতা অনুষ্ঠিত


জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার শিশু একাডেমীর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, এনডিসি তৌফিক আজিজ, সহকারী কমিশনার জুবায়ের আহমেদ, গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রোকসানা আহমদ।
আয়োজকরা জানায়, প্রাথমিক, উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫’শ ৭০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে গ্রুপ ভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা শেষে আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা শেষ আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিযোগিদের পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতার বিচারক ছিলেন, শিল্পকলা একাডেমীর পরিচালক শফিকুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক আশরাফুল হক মাসুদ, ইনস্ট্রাক্টর ড. ইমদাদুল হক মামুন, উচাঙ্গ সংগীত প্রশিক মেহবুব রাজা, সহকারি কমিশনার তোফিক আজিজ প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ আগস্ট, ২০২২