চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন পেল প্রধানমন্ত্রীর অনুদানের চেক


চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক তহবিল থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৫ ব্যক্তির সুচিকিৎসার জন্য ৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শহরের জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসব অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরতি নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহুল আমিন, কৃষিবিদ ড. সাইফুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ’লীগের সভাপতি অধ্য আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মেসবাহুল জাকের, জেলা যুব মহিলালীগের সভাপতি আলহাজ¦ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তাসহ বিভিন্ন স্তরের আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ১১ জনকে ৫০ হাজার টাকা করে, ৩ জনকে ৪০ হাজার টাকা করে এবং ১ জনকে ৩০ হাজার টাকাসহ ৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।
শেষে বঙ্গবন্ধু ও তাঁর সহধর্মিনীসহ পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩ আগস্ট, ২০২২