গোমস্তাপুরে অটো গাড়ীর ধাক্কায় এক শিশু নিহত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় আফরোজা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর- বাঙ্গাবাড়ি গামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা একই ইউনিয়নের দাঁড়িপাতা বারোদুয়ারি গ্রামের রুবেলের মেয়ে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমাস আলী সরকার জানান, বিকালে রাস্তা পারাপারের সময় একটি অটো চার্জার গাড়ী আফরোজাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময়  গুরুত্বর আতহ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ জুলাই, ২০২২