চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি রবিবার সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করেছে। প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এ্যাড সোলায়মান বিশু, এ্যাড সাইফুল ইসলাম রেজা, এ্যাড. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে অনুভূতি ও চাঁপাইনবাবগঞ্জের  সাংবাদিকদের কল্যাণে নতুন কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন, নতুন সভাপতি শহীদুল হুদা অলক, নতুন সাধারণ সম্পাদক কামাল উদ্দীন।
শহীদুল হুদা অলক তাঁর বক্তব্যে বলেন, দেশে সামগ্রিকভাবে সাংবাদিকতার যে অবস্থা তার বাইরে চাঁপাইনবাবগঞ্জও নয়। একটি চক্র সাংবাদিকতার নামে বহু অপসাংবাদিকতা করছেন। সাংবাদিকতার মহান পেশাকে কুলশিত করছেন। এমন অবস্থায় সভাপতির দায়িত্ব গ্রহণ একটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবকে এবং চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।
কামাল উদ্দীন বলেন, প্রেসকাব আমাদের সেকেন্ড হোম। কাজেই চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং এর মান মর্যাদা বৃদ্ধি করতে কাজ করবো। প্রেসকাবের প থেকে পেশাদার সাংবাদিকদের সহযোগিতা করা হবে।
সভায় উপস্থিতি ছিলেন, সিনিয়ার সাংবাদিক তসলিম উদ্দিন, আনোয়ার হোসেন দিলু, ন স ম মাহবুবুর রহমান মিন্টু, মিজানুর রহমান কুটু, নাসিম মাহমুদ, আমিনুল ইসলাম, আব্দুল মালেক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ জুলাই, ২০২২