চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশু নিহত


চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পৃথক স্থানে দুই শিশু নিহত হয়েছে। নিহত দুই শিশু হলো শহরের হুজরাপুর খালঘাট এলাকার মেজবাউলের ছেলে কাওছার (১২) ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামে বাইরুল  ইসলামের ছেলে  মামুন মিয়া (৬)।
রবিবার বিকালে বেহুলা ও মঙ্গলবার দুপুরে  শহরের হুজরাপুর খালঘাট এলাকার মহানন্দা নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ  সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন  জানান, দুপুরে হুজুরাপুর খালঘাট এলাকার মহানন্দা নদীতে গোসল করতে নেমে  কাওছার পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ভাসমান অবস্থায়  দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে গাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু জানান, রবিবার বিকালে ঈদের দিন পরিবারের সাথে বেহুলা গ্রামে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ জুলাই, ২০২২