বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল
বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করায় শুক্রবার বাদ জুম্মা কানসাটের বিভিন্ন জামে মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কানসাট বাজারের বিভিন্ন সড়ক প্রদণি করে। এ সময় তারা ভারতবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এতে প্রায় ৫ শতাধিক মুসল্লি বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের মতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
শিবগঞ্জ থানার চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, শিবগঞ্জেও কিছু মুসল্লি শুক্রবার বাদ জুম্মা নামায পরে একটি বিক্ষোভ মিছিল করেছে। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ জুন, ২০২২