শিবগঞ্জে ২ কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ ১ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর এলাকা থেকে শুক্রবার ২কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জের ছয়ঘরিয়া গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে আনিকুল (২৩)।
র্যাব এক প্রেসনোটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বিকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামস্থ জনৈক নিয়াজ উদ্দিন দারোগার আম বাগানের পশ্চিম পাশের্^ অভিযান চালায়। অভিযানে ২কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ আনিকুলকে আটক করা হয়।
এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ জুন, ২০২২