চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাগর আলী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদীব আলী আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
সাগর সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পুকুরটুলী গ্রামের সাইদুলের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, গত ২০২১ সালের ২৭ জুলাই বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব । অভিযানে ২কেজি ৫০ গ্রাম হেরোইনসহ সাগরকে আটক করা হয়। এ ঘটনায় ওইদিনই মামলা করে র্যাবের উপপরিদর্শক মিথুন ইসলাম। ২০২১ সালের ২৫ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক সুজন খান আদালতে চার্জশীট দাখিল করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ জুন, ২০২২