চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকা থেকে মেহেরুল হত্যা মামলায় কালু (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার কালু গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে¡¡ গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গোমস্তাপুর থানার মামলা নং-১৮, তারিখ ২১/১২/২০২০, ধারা পেনাল কোড ৩০২/৩৪ মোতাবেক চাঞ্চল্যকর মেহেরুল হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামী কালুকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকষ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিল।
এদিকে গ্রেফতারের পর কালুকে তদন্তকারী সংস্থা চাঁপাইনবাবগঞ্জ সিআইডি’র নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০২০ সালের ২১ ডিসেম্বর উপজেলার রাজারামপুর গ্রামের একটি আমবাগানে মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়। সে সময় তার অন্ডকোষ কাটা ও চোখ উপড়ানো ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ জুন, ২০২২
গোমস্তাপুরে মেহেরুল হত্যা মামলায় একজন গ্রেফতার