কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর জয়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেফাউল মূলক। তিনি ৮ হাজার ১০৭ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী বেনাউল ইসলামকে পরাজিত করেছেন।
নির্বাচনে শেফাউল মুলক মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৬,৫৯১ পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী নৌকা প্রতীকের প্রার্থী বেনাউল ইসলাম তিনি পেয়েছেন ৮,৪৮৪ ভোট। উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা তাসিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার সকাল ৮টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে কোথাও কোন বড় ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ জুন, ২০২২