চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা খাদ্য অধিদপ্তর। সোমবার বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
এদিকে গত রবিবার আরো তিনটি মিলের দুজন মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান জানান, অতিরিক্ত ধান চাল মজুতবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিকেল আতাহার ও আশপাশের এলাকার ধান চাল মিল ও ধান ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে সাব্বির ট্রেডার্স নামে একটি রাইস মিলের গুদামে অতিরিক্ত ৪০০ মেট্রিক টন ধান পাওয়া যায়। তিনি ৩০০ মেট্রিক টন ধান মজুত করতে পারবেন। কিন্তু অতিরিক্ত আরো ৪০০ মেট্রিক টন ধান পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটির পরিচালক সাঈদ আলীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুতকৃত ধান আগামী ৭ দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধান চাল মজুতবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬ জুন, ২০২২