পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে লামিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। রবিবার রাত সাড়ে ৭ টার দিকে ডুবুরিদল উদ্ধার করে।
দেবীনগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উপ হড়মা গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল লামিয়া। দুপুরে নানী ও খালাদের সাথে গোসল করতে গিয়ে  পদ্মায় ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন- প্রথমে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৭টার দিকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ জুন, ২০২২