চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে লামিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। রবিবার রাত সাড়ে ৭ টার দিকে ডুবুরিদল উদ্ধার করে।
দেবীনগন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উপ হড়মা গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল লামিয়া। দুপুরে নানী ও খালাদের সাথে গোসল করতে গিয়ে পদ্মায় ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন- প্রথমে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিদল ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৭টার দিকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ জুন, ২০২২
পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু