গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় মোতালেব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মোতালেব নওগাঁ’র পোরশার শিশা হাট এলাকার হাছিম উদ্দিনের ছেলে।
গত শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা-সারাইগাছি সড়কের দেওপুরা মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, রাতে রাস্তা পারাপারের সময় আড্ডা থেকে সারাইগাছি গামী একটি ট্রাক মোতালেবকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় মোতালেব মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২ জুন, ২০২২