চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১২ হাজার ইয়াবাসহ ১ কেজি ২৮০ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রবিবার রাতে ৫৯ বিজিবি’র সদস্যরা শিবগঞ্জের হুদমাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদমাপাড়া নামক স্থানে ১ জন চোরাকারবারীকে দেখতে পায় জিবির একটি টহল দল । এ সময় টহল দল তাকে ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১২ হাজার পিস ইয়াবা, ১ কেজি ২৮০ গ্রাম হেরোইনসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা, হেরোইন ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬২ লাখ ৮০ হাজার টাকা।
এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ জুন, ২০২২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২ হাজার ইয়াবা জব্দ