চাঁপাইনবাবগঞ্জে ১৫০ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে আর্থিক অনুদান ও সনদপত্র বিতরণ


চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে আর্থিক অনুদান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শহরের পুরাতন স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন উপলে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের বর্ণিল অনুষ্ঠানের শেষ দিনে আর্থিক অনুদান ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও,  চাঁপাইনবাবগঞ্জ শহর সমাজসেবা অফিসার ইমতিয়াজ কবির।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ শহর সমাজসেবার আওতায় মুচি, নাপিত,কামার-কুমারসহ ১শ’ ৫০ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে ১৮ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকার অনুদানের  চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭ জুন, ২০২২