পদ্মা সেতু উদ্বোধন >চাঁপাইনবাবগঞ্জে দশ হাজার মানুষ নিয়ে র‌্যালী করবে প্রশাসন


আগামী ২৫ জুন শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার মানুষকে সাথে নিয়ে র‌্যালী করবে জেলা প্রশাসন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ২৫ থেকে ২৭ জুন তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।  
বৃস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন জেলা প্রশাসক একেএম গালভ খান।
তিনি বলেনÑ কোটি মানুষের সুতীব্র এবং সুদীর্ঘ আকাক্সার পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং দৃঢ় সংকল্পে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত যা বাংলাদেশের সমতার মূর্ত প্রতীক। গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর সুফল যুগ যুগ ধরে বাংলাদেশের জনগণ ভোগ করতে থাকবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সেতু দণিাঞ্চলের ২১টি জেলাসহ দেশের অন্যান্য এলাকার সঙ্গে সরাসরি যুক্ত হবে। এতে ওই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে, শিল্পায়ন হবে ও কর্মসংস্থান বাড়বে। পদ্মা সেতু চালু হলে দণিাঞ্চল রেল নেটওয়ার্কের আওতায় আসবে।
কর্মসূচি পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম। জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।
৩দিনের কর্মসূচির মধ্যে উদ্বোধনী দিনে ব্যানার, ফেস্টুন নিয়ে বাজনা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকাল ৮টায় শুরু হয়ে শহর প্রদণি করে পুরাতন স্টেডিয়ামে শেষ হবে। এরপর সেখানে প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে পুরাতন স্টেডিয়ামেও হবে উদ্বোধন অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ‘পদ্মা সেতু : বাংলাদেশের সমতার প্রতীক’ শীর্ষক সেমিনার, ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ’ (মেগা প্রকল্প ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ) বিষয়ক সেমিনার, ২৭ জুন একই সময়ে ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৫ জুন রাত ৮টায় পুরাতন স্টেডিয়ামে হবে আতশবাজি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ জুন, ২০২২