এবছর প্রথমবারের মত দেশব্যাপি শুরু হয়েছে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। এ উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জে বেলুন ও পায়রা উড়িয়ে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উরাও, জেলা পরিসংখ্যান কর্মকর্তা উম্মে কুলসুম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনজুরুল ইসলাম প্রমূখ।
উদ্বোধনের পর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে একই স্থানে শেষ হয়। এতে অংশ নেয় শুমারির কাজে নিয়োজিত বিভিন্ন এলাকার জোনাল অফিসার, সুপারভাইজার, গণনাকারী ও স্কাউট দল।
সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারি সমন্বয়কারী মনজুরুল ইসলাম বলেন, ১৫ থেকে ২১ জুন পর্যন্ত শুমারি কার্যক্রম চলবে। সদর উপজেলায় তথ্য সংগ্রহ ও তদারকির কাজ করবেন এক হাজার ৫৭৮ জন। এরমধ্যে উপজেলা শুমারি সমন্বয়কারী একজন, ১৪ জন করে জোনাল অফিসার ও আইটি সুপারভাইজার, গণনাকারীর সুপারভাইজার ২২৯ জন ও এক হাজার ৩২০ জন গণনাকারী।
জেলা পরিসংখ্যান কর্মকর্তা উম্মে কুলছুম জানান, শুমারির কাজকে সফল করতে জেলাজুড়ে কাজ করছেন চার হাজার ৭৩ জন গণনাকারী। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন ৭০১ জন সুপারভাইজার। সহযোগিতার জন্য রয়েছেন ৪৩ জন করে জোনাল অফিসার ও আইটি সুপারভাইজার। জেলার পাঁচ উপজেলায় একজন করে উপজেলা শুমারি সমন্বয়কারী রয়েছেন। পুরো জেলায় শুমারি সমন্বয়কারী রয়েছেন দুজন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ জুন, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন