বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ


বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপি নেত্রীর কটুক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।  
শনিবাব সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহর ঘুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সাধারণ শিক্ষার্থীদর ব্যনারে আয়োজিত মিছিল ও সমাবেশে ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তরা, বিশ্বনবীকে নিয়ে কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 



এদিকে, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরে পৃথক বিক্ষোভ মিছিল বের করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ জুন, ২০২২