জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দতা ও গতিশীলতা আনতে চাঁপাইনবাবগঞ্জে ‘ভূমি সেবা সপ্তাহ’ পালিত হচ্ছে। এ উপল্েয রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে রোববার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠাকিভাবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, রাজস্ব শাখার সিনিয়র সহকারি কমিশনার মোঃ আনিসুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের মাঝে জমির কাগজপত্র ও ৯ জনের মাঝে ভূমি অধিগ্রহণের ২ কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৭৫১ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ মে, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন